বাংলাদেশের জনগণ একটি গোষ্ঠীর হাতে জিম্মি ছিল: সাচিং প্রু জেরী


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী বলেছেন, “বাংলাদেশের জনগণ একটি গোষ্ঠীর হাতে জিম্মি ছিল।” জনগণকে এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে এবং তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত হলে সুশাসন প্রতিষ্ঠিত হবে, উন্নয়নের সমবণ্টন নিশ্চিত হবে, এবং প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ে উঠবে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলার থানচি বাজারে বিএনপির উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানচি উপজেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হ্লাগ্যচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অমিত ভূষণ, সাবেক ছাত্রদল ও যুবদলের সভাপতি মশিউর রহমান মিটন, সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, থানচি উপজেলা বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাচিং প্রু জেরী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কত দিন হবে তা স্পষ্ট নয়। তবুও বিএনপির নেতাকর্মীরা তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন। তারা নির্দেশনা অনুযায়ী গ্রাম পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছেন।
তিনি আরও বলেন, “রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে সংস্কার এবং মেরামত প্রয়োজন। আমাদের দলীয় চেয়ারম্যান এই বিষয়ে সুচিন্তিত রূপরেখা দিয়েছেন।”
এর আগে সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে তিনি সমাবেশে অংশগ্রহণ করেন।