বাংলাদেশে আশ্রিত ৪ শতাধিক রোহিঙ্গা হিন্দুকে আগে ফিরিয়ে নিতে চায় মিয়ানমার
মিয়ানমারের সেনা নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্য থেকে চার শতাধিক হিন্দুকে ফিরিয়ে নিতে চায় মিয়ানমার।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সূত্রে রেডিও ফ্রি এশিয়াকে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) মিয়ানমার, বাংলাদেশ ও চীনের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই বাংলাদেশকে বিষয়টি জানায় মিয়ানমার।
মিয়ানমার পক্ষ আরো জানিয়েছে, করোনাভাইরাস মহামারির প্রকোপ কমে এলে প্রত্যাবাসনের প্রথম ধাপে এই হিন্দুরাসহ যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় তারা।
২০১৭ সালে মিয়ানমারের আরাকান রাজ্যে দেশটির সেনাবাহিনীর নৃশংস গণহত্যার মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা।
তারা বর্তমানে কক্সবাজারের ৩৪টি শিবিরে বাস করছে। ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশ ও মিয়ানমারের কর্মকর্তারা রোহিঙ্গা প্রত্যাবাসনে একমতে পৌঁছান।
সমঝোতা অনুযায়ী ২০১৮ সালেই প্রত্যাবাসন শুরু হওয়ার কথা ছিল। মিয়ানমারের অব্যবস্থাপনায় সেসময় মুসলিম রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে অসম্মতি জানিয়েছিল।