parbattanews

বাংলাদেশ গেমসে পানছড়ির বিনোতীর স্বর্ণপদক জয়

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে অনুষ্ঠিতব্য ২০তম বাংলাদেশ গেমসে তায়কোয়ন্দো’তে স্বর্ণপদক জয় করেছে বিনোতী চাকমা। বিনোতী পানছড়ি উপজেলার লতিবান ইউপির নবীন চন্দ্র পাড়া গ্রামের পূর্ণ বিকাশ চাকমা ও কুহেলিকা চাকমার মেয়ে। ২০১৬ সালেও সে স্বর্ণপদক জয় করেছিল। তাছাড়া রৌপ্য জয় করেছিল ৫ বার।

পানছড়ি ডিগ্রি কলেজ থেকে গ্রেজুয়েশন সম্পন্নকারী বিনোতী জানায়, পানছড়ি ফুটবল একাডেমির ফুটবল প্রশিক্ষক ক্যপ্রুচাই মারমার হাতে তার খেলার জগতে আসা। এখান থেকে ফুটবল প্রশিক্ষণ নিয়ে ঢাকা শেখ জামালের হয়ে খেলেছে। পরবর্তীতে কাউখালী ফুটবল একাডেমির পরিচালক সুইলা মং মারমার হাত ধরে বাংলাদেশ আনসার বাহিনীতে যোগ দেয়। আনসারের হয়ে সে তায়কোয়ান্দোতে অংশ নিয়ে বার বার সফলতা অর্জন করে।

বাংলাদেশ আনসার দলের তায়কোয়ান্দো প্রশিক্ষক কোৱবান আলী ও নির্মল চৌধুরী মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন ।

বিনোতীর দাবি তার নবীন চন্দ্র পাড়াস্থ বাড়িতে যাওয়ার প্রবেশ পথ নাই । দুটি বাঁশের খুটি দিয়েই পার হতে হয় । সন্ধার পর সম্পূর্ণ জীবনের ঝুঁকি থাকে। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি চায় সে।

Exit mobile version