বাংলাদেশ-চীন-পাকিস্তান মিলে গঠিত হচ্ছে বিশেষ ওয়ার্কিং গ্রুপ


চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে বাংলাদেশ, চীন, পাকিস্তান- এই তিন বন্ধু রাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
সফল এই বৈঠকে বাংলাদেশ-চীন-পাকিস্তান এই তিনটি দেশ মিলে একটি ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে বলে জানা যায়। বৈঠকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে মিলেমিশে কাজ করার বিষয়ে একমত হয়েছে বলেও জানা যায়। এতে দেশসমূহের শিল্প, বাণিজ্য, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন ও শিক্ষা-সংস্কৃতির উন্নয়নে বিশেষ গুরুত্ব পাবে।
তাছাড়া কৃষি, মানবসম্পদ, থিঙ্ক ট্যাঙ্ক, স্বাস্থ্য, মেরিটাইম অ্যাফেয়ার্সস এবং যুবসমাজ সংক্রান্ত ক্ষেত্রগুলোতে পারস্পরিক সহযোগিতার নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের সম্মিলিতভাবে কাজ করবে এই তিন দেশ। যাতে দেশসমূহের অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান অধিকতর উন্নত করা সম্ভব হয়।
২০ জুন ২০২৫ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ-চীন-পাকিস্তানের সম্মতিতে এই ব্যতিক্রমী ওয়ার্কিং গ্রুপ গঠনের খবরটি প্রকাশিত হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাদের ওয়েব সাইটে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯ জুন বৃহস্পতিবার তাদের ইউনান প্রদেশের কুনমিংয়ে উল্লেখিত তিনটি দেশ, অর্থাৎ চীন, বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রসচিব পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয় এবং নতুন এই ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানে চীন-পাকিস্তান-বাংলাদেশের প্রতিনিধিগণ ত্রিপক্ষীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
আলোচনায় উঠে আসে এই তিন দেশের মধ্যে সমতা, পারস্পরিক বিশ্বাস, উন্মুক্ততা ও অন্তর্ভুক্তিমূলক কিংবা সুপ্রতিবেশীসুলভ আচরণ কিভাবে আরো উন্নত ও মজবুত করা যায়। বিশেষ করে সাধারণ উন্নয়ন এবং উইন-উইন সহযোগিতা নীতির ওপর ভিত্তি করে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নেয়ার ব্যাপারেও ত্রিপক্ষীয় সিদ্ধান্তে স্থান পায়। সংশ্লিষ্টরা আশা করছেন, অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এই প্লাটফর্ম কার্যকরী ভূমিক রাখতে সক্ষম হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন। আর ভার্চুয়ালি যুক্ত ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।