বাংলাদেশ থেকে বড় সাইজের ৫ হাজার টন ইলিশ চায় ভারত

fec-image

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে ভারত। এবারও বিপুল পরিমাণ ইলিশ আমদানি করতে চায় দেশটি।

সোমবার (১১ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এবার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

তবে কেন্দ্রীয় একটি সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়, ভারতের প্রত্যাশার সমান না হলেও গত বছরের তুলনায় এবার আরও বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করেছে বাংলাদেশ সরকার।

গত বছর (২০২২ সাল) ২ হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও মাত্র ১ হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন বাংলাদেশি রপ্তানিকারকেরা।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।

বাংলাদেশ থেকে পাঁচ হাজার টন ইলিশ আমদানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মূলত কলকাতা ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনে চাহিদার কথা জানিয়ে চিঠিও পাঠিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে ২ হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ রপ্তানি হয়েছিল। এ বছর তারা পাঁচ হাজার টন ইলিশ আমদানি করতে চায় বাংলাদেশ থেকে।

চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান উপহার হিসেবে বিবেচনা করে। এ ছাড়া চিঠিতে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশও চেয়েছে সংগঠনটি।

বিপরীতে বাংলাদেশ বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে কী পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার উপলক্ষে প্রতিবছরই কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইলিশ, দুর্গাপূজা, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন