বাংলাদেশ নিয়ে উদ্বেগ, ২২ মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানের চিঠি
বাংলাদেশে চলমান আন্দোলনে উদ্বেগ প্রকাশ করে ২২ জন মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেনকে চিঠি দিয়েছেন। জনপ্রতিনিধিরা ওই চিঠিতে মার্কিন সরকারকে বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা জানানো, নাগরিক অধিকার যেমন- মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার বজায় রাখা এবং অবৈধকাজে সহায়তাকারী সরকারি কর্মকর্তাদের দায়বদ্ধতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে চিঠিতে বলা হয়, নিম্নগামী গণতন্ত্র ঠেকানোর জন্য বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠায় দেশের মানুষের যে অধিকার, সেটিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাষ্ট্র যেন কাজ করে।
চিঠি প্রেরণকারীদের মধ্যে রয়েছেন-সিনেটর এডওয়ার্ড জে মারকি, ক্রিস ভ্যান হোলেন, টিম কেইন, ক্রিস্টোফার এস মারফি, রিচার্ড জে ডারবিন, জেফরি এ মার্কলে, কংগ্রেসম্যান জেমস পি ম্যাকগভার্ন, উইলিয়াম আর কিটন, গ্রেস মেং, সেথ মোল্টন, লোরি ট্রোহান, জো উইলসন, জেমন পি ময়লান, ডিনা টিটাস, জেরাল্ড এ কোনোলি, গাহে আমো, আলেক্সান্দ্রিয়া ওকাশিয়া-করটেজ, ইলহাম ওমর, নিডিয়া এম ভেলাজকুয়েজ, ডেনিয়েল টি কিলডি এবং বারবারা লি।