বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটি গঠিত
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে সাধারণ সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে জজশিপের জেলা নাজির বেদারুল আলম সভাপতি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির নাজির এম.এ.ই শাহজাহান নুরী সাধারণ সম্পাদক এবং সাইদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
জেলা জজশিপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাধারণ সভায় গঠিত ৫২ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন শাহেদুর রহমান কোষাধ্যক্ষ, আবদুল করিম প্রচার সম্পাদক, উত্তম কুমার দে দপ্তর সম্পাদক, মাহমুদুল হাসান নোমান ক্রীড়া সম্পাদক, মিতারানী অধিকারী মহিলা বিষয়ক সম্পাদক, রাসেল পাল আপ্যায়ন সম্পাদক।
বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারীদের তিন দফা দাবিসহ অধিকার আদায়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।