বাংলাদেশ-মিয়ানমার বর্ডার পাস ও ট্রানজিট ফের চালু
টেকনাফ সংবাদদাতা:
‘মহাসেন’ আতংকে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-মিয়ানমার বর্ডার পাস ও ট্রানজিট পাস অবশেষে ফের চালু হয়েছে। ১৮মে শনিবার বাংলাদেশের ৫৫জন ট্রানজিট যাত্রী নিয়ে একটি ট্রলার মিয়ানমারে মংডু গমন করে। টেকনাফ সদর বিওপি কমান্ডার মো. জাকারিয়া উক্ত তথ্য নিশ্চিত করে জানান-মিয়ানমার থেকে ট্রানজিট পাসধারী কোন যাত্রী টেকনাফে আসেনি। এদিকে টেকনাফ স্থল বন্দর ইমিগ্রেশন কর্মকর্তা এসআই মো. তওহিদুল আনোয়ার জানান- ‘মহাসেন’ আতংকে দূযোর্গপূর্ন আবহাওয়ার কারণে বাংলাদেশে আটকে পড়া ৬৭ জন মায়ানমার নাগরিক গতকাল ১৭ মে মায়ানমারে ফিরে গিয়েছেন। তাছাড়া বাংলাদেশ থেকে আরও ৫জন মায়ানমার গমন করেছেন। তবে মায়ানমার থেকে ব্যাবসায়িক পাস নিয়ে কোন যাত্রী বাংলাদেশে আসেনি। গত ১৩ মে থেকে দু’দেশের বাসিন্দাদের এ ট্রানজিট যাতায়াতটি বন্ধ ছিল। ৫ দিন পর হলে ও আবারো ট্রানজিট চালু হওয়ায় যাতায়াতকারীদের মধ্যে প্রানচাঞ্চল্য ফিরে এসেছে।