অনলাইন অ্যাক্টিভিস্ট ও সিএইচটি সম্প্রীতি জোটের সমন্বয়ক ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক বলেছেন, ‘বাংলাদেশ হচ্ছে রূপবতী কন্যার মতো। যে কন্যার দিকে নজর সবার। পশ্চিমাদের নজর রয়েছে। চীনের নজর রয়েছে। আবার পাশ্ববর্তী রাষ্ট্র ভারতের নজর রয়েছে। এই রূপবতী কন্যাকে সিদ্ধান্ত নিতে হবে, তার যৌবন ও জীবন ঠিক রেখে বৃহত্তর জাতীয় স্বার্থটি কীভাবে আদায় করে নেবে।
সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিতর্কিত উপজাতি, অ-উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী, সেটলার, সেটলার বাঙালি শব্দ চয়ন বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন।