বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা : আসামে দেখামাত্র গুলির নির্দেশ

fec-image

ভারতের আসাম রাজ্যের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা ধুবড়িতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় একটি হনুমান মন্দিরের সামনে গরুর মাথা রাখার ঘটনাকে কেন্দ্র করে জেলাটিতে এই দাঙ্গার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় কেউ দাঙ্গা সৃষ্টি চেষ্টা করলে তাদের দেখামাত্র গুলির নির্দেশ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মন্দিরে মাংস রাখার ঘটনাকে ‘বিদেশি চক্রের ষড়যন্ত্র’ বলে উল্লেখ করে বিশ্বশর্মা দাবি করেন, ঈদের আগের দিন, ‘নবীন বাংলা’ নামে একটি দল ধুবড়িকে বাংলাদেশের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে পোস্টার লাগিয়েছে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী ধুবড়িতে অশান্তি সৃষ্টি করতে সক্রিয় হয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল শুক্রবার বলেছেন, বাংলাদেশ সীমান্তবর্তী ধুবড়ি জেলায় রাতে ‘শুট অ্যাট সাইট’—এর নির্দেশ জারি থাকবে। তিনি জানান, একটি ‘সাম্প্রদায়িক গোষ্ঠী’ গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে। এটি সরকার বরদাশত করবে না।

এর আগে, ধুবড়ি জেলা সদরের হনুমান মন্দিরের কাছে মাংসের টুকরো পাওয়ার প্রতিবাদে গত সপ্তাহের রোববার ধুবড়ি শহরে বিক্ষোভ হয়। সোমবার শহরে ১৪৪ ধারা জারি করা হয়, পরদিন তা তুলে নেওয়া হয়। কিন্তু এরপর পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে।

এরই পরিপ্রেক্ষিতে আসামের মুখ্যমন্ত্রী গতকাল শুক্রবার বলেন, ‘আমি আজ গুয়াহাটিতে পৌঁছানোর পরপরই শুট অ্যাট সাইট—এর নির্দেশ জারি করা হবে। রাতে বাইরে বের হওয়া বা পাথর ছোড়া যে কাউকে গ্রেপ্তার করা হবে।’ তিনি আরও জানান, ধুবড়ি জেলায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং সিআরপিএফ সদস্য মোতায়েন করা হবে। ধুবড়ির সব অপরাধীকে গ্রেপ্তার করা হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ভারত
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন