বাংলাদেশ সীমান্তে মায়ানমারের মাইন নিয়ে প্রশ্ন তুললেন পিনাকী


বাংলাদেশ সার্বভৌম সীমানার মধ্যে পাশ্ববর্তী দেশ মায়ানমারের মাইন বসানো নিয়ে প্রশ্ন তুললেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য।
১৩ অক্টোবর সোমবার পিনাকী তাঁর ফেইসবুক পেইজে দেয়া স্ট্যাটাসে বলেন, ‘মায়ানমার সীমান্তে একজন বিজিবি সদস্যের পা মাইন বিষ্ফোরণে উড়ে গেছে। বাংলাদেশ মাইন ব্যবহার করেনা। মায়ানমার আমাদের সার্বভৌম সীমানার মধ্যে মাইন বসায় কীভাবে? ফাইজলামি নাকি? মায়ানমারের বিরুদ্ধে তো জাতিসংঘে অভিযোগ দায়ের করা উচিৎ। আর আমাদের আহত বিজিবি সদস্যের জন্য ক্ষতিপূরণ দাবী করা উচিৎ। আমি আহত বিজিবি সদস্যের প্রতি গভীর সমবেদনা জানাই এবং সুচিকিৎসার দাবী জানাই।’
উল্লেখ্য, রোববার (১২ অক্টোবর) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে নায়েক মোহাম্মদ আকতার নামে এক বিজিবি সদস্যের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
কক্সবাজার-৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনে থাকা বাইশফাঁড়ি সীমান্তে বিজিবি একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আকতারের পায়ের গোড়ালি উড়ে যায় বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, ঘটনাস্থলটি বর্তমানে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় পূর্বে আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজিবি টহল জোরদার রয়েছে, তারই কার্যক্রম হিসেবে ঘুমধুমে বাইশফাঁড়ি সীমান্ত দিয়ে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৪০ ও ৪১ এর পিলারের মাঝামাঝি টহলরত অবস্থায় নায়েক আকতার মাইন বিস্ফোরণে আহত হন। আহত বিজিবির সদস্যকে প্রাথমিকভাবে উদ্ধার করে দ্রুত রামু সিএমএইচে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়াও এর আগে একই সীমান্তে মাইন বিস্ফোরণে শতাধিক মানুষ হতাহত হয়েছে।

















