কাপ্তাইয়ের ‘সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট’ কারিগরি শিক্ষায় দ্বিতীয় স্থান অর্জন

fec-image

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ১৮৯টি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে।

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট সূত্রে জানা যায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এফলাফল মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশের মধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ১৮৯টি সরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে ৯২.৪৬ (১০০ এর মধ্যে) পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন হাওলাদার (ভারপ্রাপ্ত) জানান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাইয়ের সাথে কারিগরি মহাপরিচালক অধিদপ্তরের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণ, প্রশিক্ষণের সকলক্ষেত্রে সাম্য ও সমতার নীতি নিশ্চতকরণ, প্রবেশ গম্যতার উন্নয়ন ঘটানো, দেশি ও আন্তর্জাতিক শ্রম বাজারে উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরি, শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন ও শিক্ষা ব্যবস্থাপনায় সুশাসন জোরদার করা এবং দেশের মহান স্বাধীনতা যুদ্বের চেতনা সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও লালন, আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন, মন্ত্রী পরিষদ বিভাগ কর্তৃক নির্ধারিত সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের উপর জোরদার করা হয়।

আগামীতে প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সমৃদ্বশীল করবে এবং এ প্রতিষ্ঠানের অর্জন সকলে তাদের সঠিক পথ চলায় সরকারি নিয়মাবলি পালন করবে। আগামীতে সবার সহযোগিতা নিয়ে আরো ভাল ফলাফল অর্জন কববে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন