বাইশারীতে অভিযানে দেশীয় অস্ত্র উদ্বার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের বিশেষ অভিযানে একটি একনলা দেশীয় তৈরী অস্ত্র উদ্বার করা হয়েছে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, ২৬ মে সোমবার সকাল ১০টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চাক হেডম্যান পাড়া ত্রী মোহনী রাস্তা সংলগ্ন জংগল থেকে এই অস্ত্র উদ্বার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার সম্ভব হয়নি বলে তিনি জানান।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, গত রাতে চাক হেডম্যান পাড়ার আলুমং চাকের বাড়ীতে একদল দুষ্কৃতকারী সোলার চার্জারের ২টি ব্যাটারী, চার্জার সহ কিছু মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময় গৃহকর্তা বিষয়টি টের পেয়ে সাথে সাথে লোকজন নিয়ে তাড়া করে।
ঐসময় তারা অস্ত্রসহ চুরি করতে এসেছিল। পরে পুলিশ এবং জনতার তাড়া খেয়ে অস্ত্রটি ফেলে যায় বলে তিনি ধারনা করেছেন।
চুরির বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, চুরি হওয়া একটি ব্যাটারী উদ্বার হয়েছে, আরো একটি ব্যাটারী উদ্বারের চেষ্টা চলছে। তিনি বলেন সব বিষয়ে তদন্ত চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।