parbattanews

বাইশারীতে অসচ্ছল পরিবারের মাঝে জেলা প্রশাসকের খাদ্যশস্য বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অসচ্ছল পরিবারের ঘরে ঘরে খাদ্যশস্য পৌঁছে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম।

রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে দশটা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম ইউনিয়নের করলিয়া মুরা , হলুদিয়া শিয়া , ঘোনার পাড়াসহ বিভিন্ন গ্রামে গিয়ে খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে চাউল, ডাউল, ভোজ্য তেল পৌঁছে দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল ইসলাম বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জেলা প্রশাসক দাউদুল ইসলাম স্যারের নির্দেশনা মোতাবেক ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয় হইতে পাওয়া খাদ্যশস্যগুলো অসচ্ছল পরিবারের মাঝে আমি নিজেই পৌঁছে দিয়েছি। যাতে সঠিক অসহায়রা যেন খাদ্যশস্য পায়।

তিনি আরো বলেন, করোনাভাইরাস থেকে বাঁচতে সকলকে হাত মুখ সাবান দিয়ে ধৌত করতে হবে। পাশাপাশি বাড়ির আশ পাশ পরিষ্কার ও গণজমায়েত পরিহার করতে হবে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন বাইশারী তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী, এসআই মাইনুদ্দিন , সাংবাদিক আবদুর রশিদ, ইউপি সদস্য আনোয়ার সাদেক প্রমুখ।

Exit mobile version