বাইশারীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে এক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকা।
রবিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর করলিয়ামুরা নামক এলাকায় ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম।
তিনি বলেন, তার ইউনিয়নের করলিয়া মুরায় রাতে সিলিন্ডার বিস্ফোরণ সৃষ্ট আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। ঘরের মালিকের নাম মোজাফ্ফর আহমদ(৭৫)। সে উত্তর করলিয়া মুরা গ্রামের মৃত- তামিম গোলালের ছেলে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪/১৫ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।
প্রতিবেশী একাধিক সূত্র জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় গ্যাস সিলিন্ডার থেকে। আগুন দৃশ্যমান হলে গ্রামের শতশত লোক দ্রত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িটি রক্ষা করতে পারে নি।
এদিকে রাতে এবং পরদিন সকালে বাইশারী তদন্ত ফাঁড়ির পুলিশ ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী পবিত্র রমজানের কথা চিন্তা করে পুড়ে যাওয়া পরিবারকে যথাসম্ভব সহায়তা করেছেন।