বাইশারীতে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিএনপি অঙ্গ ও সহযোঈ সংগঠনের নেতৃবৃৃন্দ লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টার সময় বাইশারী বাজারসহ আশপাশ এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে কয়েক শতাধিক নেতাকর্মী ও সমর্থকরা লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণ শেষে এক বিশাল মিছিল বের করে বাইশারী বাজারের বিভিন্ন অলিগলি ও সড়ক প্রদক্ষিণ শেষে ত্রিমোহনী চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আরেফুল্লাহ ছোট্টর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলীম বাহাদুর, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার সোহেল, জেলা যুবদল সভাপতি মো. মাসুম প্রমুখ।
এছাড়াও এসময় শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

















