বাইশারীতে করোনাভাইরাস সচেতনতায় ব্লাডডোনেটিং ক্লাবের জীবাণুনাশক প্রয়োগ
বান্দরবানের বাইশারীতে করোনাভাইরাস সচেতনতার লক্ষে বাইশারী ব্লাডডোনেটিং ক্লাবের উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত স্প্রে মেশিনের মাধ্যমে জীবানু নাশক প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ব্লাডডোনেটিং ক্লাবের ২০ সদস্যের একটি দল পৃথক দলে বিভক্ত হয়ে ইউনিয়নের বাইশারী বাজার, হলুদিয়াশিয়া, বটতলী বাজার, নারিজবুনিয়া করলিয়ামুরা এলাকায় ড্রেন, নালা নর্দমা, যাত্রীবাহী গাড়ী, জনসাধরেনের পায়ে জীবাণুনাশক প্রয়োগ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বাইশারী ব্লাডডোনেটিং ক্লাবের সদস্য মোঃ আবদুর রহমান ও নুরুল ইসলাম জানান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানির আর্থিক সহযোগিতা ও আন্তরিকতায় আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। ক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয় কে আমরা ধন্যবাদ জানাই।