parbattanews

বাইশারীতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে বাংলাদেশ ছাত্রলীগ বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে ৪ জানুয়ারি (সোমবার) বিকাল ৩টায় বাইশারীস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উত্তোলন করা হয়। বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা ও সহ-সম্পাদক জসিমউদদীনের যৌথ পরিচালনায় মো. শিবলীর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুর রহিম, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, নাইক্ষংছড়ি কলেজ ছাত্রলীগ নেতা আবরার, সাইফুল ইসলাম প্রমুখ।

এসয় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগ বাইশারী ইউনিয়ন শাখা কর্তৃক ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Exit mobile version