বাইশারীতে জাঁকজমকপূর্ণভাবে ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাইশারীতে জাঁকজমকপূর্ণভাবে ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বিকাল ৪টায় বাইশারী স্কুল ও কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এ খেলার আয়োজক কর্তৃপক্ষ উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ সংস্থা। আর টুর্নামেন্টের নাম উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
উদ্বোধক ছিলেন বাইশারী ইউনিয়ন যুবলীগ সভাপতি একরামুল হক রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম, বাইশারী খেলোয়াড় এসোসিয়েশনের আহ্বায়ক রেজাউল হক ভুট্টো, ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি সালেহ নুর করিম রিপন ও বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার কামাল হোসাইন।
শুক্রবার উদ্বোধনী খেলায় একদিকে অংশ নেয় উত্তর বাইশারী মার্মাপাড়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ বাইশারী পেঠান আলী পাড়া ফুটবলএকাদশ। খেলায় মার্মা ২-০ গোলে জয় লাভ করে।
শনিবার (৬ আগস্ট) বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে বাইশারী হলদিয়াপাড়া ফুটবল একাদশ বনাম পিএইচপি রাবার প্ল্যান্টেশন ফুটবল একাদশ ।