parbattanews

বাইশারীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

1

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রসার ২০১৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বেলা ১১ টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা নুরুল হাকিম।

সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদ সদস্য ও লামা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক, জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য মো. আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুর, সদস্য সচিব মংথোয়াইলা মার্মা, যুগ্ন সচিব মৌলানা আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক উছাহ্লা চাক, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, শিক্ষানুরাগী আলহাজ্ব মীম ছালেহ আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব ইলিয়াছ সওদাগর, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোছাইন, যুবদল সভাপতি এস এম আক্তারুজ্জামান, সাংবাদিক আব্দুল হামিদ, বশিরুল আলম, প্রাক্তন মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা পরিষদ সদস্য ও লামা পৌরসভা চেয়ারম্যান জহিরুল ইসলাম বলেন, একমাত্র সুশিক্ষায় শিক্ষিত জাতিরাই দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করছে। শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠালগ্ন থেকে ভাল ফলাফল অর্জন করে আসছে। আগামীতেও দেশ ও জাতি গড়ার জন্য ভাল ফলাফল অর্জনসহ সকলকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ মাতৃকার কল্যানে এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে ও শিক্ষর্থীদের পক্ষ থেকে দাখিল বিদায়ী পরীক্ষার্থীদের বিদায়সহ পুরুস্কার প্রদান করেন।

Exit mobile version