parbattanews

বাইশারীতে নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে পুলিশের প্রতিবাদ সমাবেশ ও মিছিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় বাইশারী বাজারের ত্রিমোহনী চত্বর থেকে তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভূঁইয়ার নেতৃত্বে এক বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

সাংবাদিক আবদুর রশিদের পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাইশারী বাজার সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।

প্রধান অতিথি হিসেবে উপস্থিতিদের মাঝে বক্তব্য রাখেন ইনচার্জ ( পরিদর্শক) এনামুল হক ভূঁইয়া। তিনি বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় বাইশারীতে ও জনসাধারণকে সাথে নিয়ে জনসচেতনার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যাতে করে সকল জনতা নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি।

তিনি আরো বলেন, নারীরা মায়ের জাত, নারীদের প্রতি ভাল আচরণ করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হউন। ঘটনা ঘটার সাথে সাথে অথবা ঘটার সম্ভাবনা থাকলে পুলিশকে খবর দিন। পুলিশ আপনাদের পাশে আছে। তিনি ধর্যণের শাস্তি এখন মৃত্যুদন্ডের কথা ও মাথায় রাখার কথা ও সকলকে মনে রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান সাবেকুন্নাহার , ইউপি সদস্য আবদুর রহিম, আবু তাহের , সাংবাদিক শাহীন ছাত্রলীগের সভাপতি এস এন কে রিপন সহ ব্যবসায়ী, ছাত্র জনতা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও এ এস আই সজলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version