parbattanews

বাইশারীতে পরিত্যাক্ত দেশীয় লম্বা বন্দুক উদ্ধার

দূর্গম পাহাড়ের একটি ঝুপটি ঘর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে পরিত্যাক্ত একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বাইশারী ইউনিয়নের ধৈয়ারবাপের পাড়া দূর্গম পাহাড়ের একটি ঝুপড়ি ঘর থেকে এই অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনের নির্দেশে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী ও এসআই মাইনুদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় স্থানীয় নুংমং মারমার বাড়ির টয়লেটের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি লম্বা বন্দুক উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী।

Exit mobile version