বাইশারীতে বন্যহাতির আক্রমণে শিশু গুরুতর আহত
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড বরইচর গ্রামে বন্য হাতির আক্রমনে আট বছরের আরাফাত নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশু বরইচর গ্রামের নুরুল আমিনের পুত্র। ঘটনাটি ঘটেছে ১৫ ই জানুয়ারি (বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টার সময়।
প্রত্যক্ষদর্শীরা ও আহত শিশুর পিতা নুরুল আমিন জানান মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে তারা দুই সহোদর বাড়ি ফেরার পথে হঠাৎ বন্যহাতি ছোট ছেলেকে ধরে শৌড় দিয়ে ফেলে দেয়। ঐ সময় বড় ছেলে নুরুল আজিম পালিয়ে প্রানে রক্ষা পায়।
ঘটনাটি স্থানীয়রা দেখার পর পরই বন্য হাতিকে আগুনের মশাল জালিয়ে তাড়ানোর পর শিশুটিকে উদ্ধার পুর্বক ইদগড় বাজারে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি ঘটায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়।
বন্যহাতির আক্রমনে শিশুটির হাত পা ভেংগে যায় এবং মাথায় আঘাত পায়। বর্তমানে অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়।শিশুটি স্থানীয় নুরানী মাদ্রাসার ১ম শ্রেনীর ছাত্র।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এস আই মাঈনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি জানান তিনি বিষয়টি মোবাইল ফোনে জেনে শিশুটির চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছেন।