parbattanews

বাইশারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালন

বাইশারী প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) দিবসটি উপলক্ষে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলমের নেতৃত্বে সকাল ৮টায় উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পান্তা ভোজনের আয়োজন করা হয়।

পরে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ, বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধানদের নেতৃত্বে শোভাযাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে এসে মিলিত হয়।

সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশ গ্রহণে বাল্যবিবাহ বন্ধের উপর নাটিকা, কৃষি বিষয়ক নাটিকাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও বিকেল ৩টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা (ঐতিহাসিক) বলিখেলা, দাড়িয়াবান্ধা ও হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টায় পুরষ্কার বিতরণ, রাত ৮টায় পুথিপাঠ ও রাত ১০টা থেকে বৈশাখীর উপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মো. আবু জাফরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ওমর ফারুক, বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাছান আলী, ইউপি সদস্য আবু তাহের নুরুল আজিম, মহিলা সদস্য সাবেকুন্নাহার মাস্টার বেলাল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নুরুচ্ছাফা।

Exit mobile version