বাইশারীতে রাবার শ্রমিকের রহস্যজনক মৃত্যু : লাশ ময়নাতদন্তে
নাইক্ষংছড়ির বাইশারীতে মো কালু নামের এক রাবার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে বাইশারী ইউনিয়নের থ্রী স্টার রাবার বাগানের পার্শবর্তী পীরের চর এলাকার তার মৃত্যু হয়।
সে কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের উত্তর থোয়াংগেরকাটা গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। কালুর পরিবার জানান, তার মৃত্যুটি রহস্যজনক।
পরিবার সূত্র জানান, সোমবার সকাল ৬টায় নিজ বাড়ি থেকে মো. কালু বাগানে কাজ করতে যান। বেলা সাড়ে ৯টায় খবর আসে তার অবস্থা ভালো না। পরে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তার এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল জব্বার জানান, মো. কালু অত্যন্ত দরিদ্র কৃষক ছিলেন। তার কোন শত্রুও ছিল না। তার মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নাকি অন্য কিছু তা খতিয়ে দেখছেন তারা ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো. ফরহাদ আলী বলেন, মো. কালুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বিস্তারিত বলা যাবে।