parbattanews

বাইশারীতে ৩৩ শত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চাউল বিতরণ

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে পবিত্র ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৩৩শ পরিবারের মাঝে ভিজিএফ’র বিশেষ বরাদ্দের চাউল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান মো. আলম কোম্পানি নিজেই উপস্থিত থেকে এসব চাউল বিতরণ করেন।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের আন্তরিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলে খেটে খাওয়া মানুষের মাঝে ঈদের শুভেচছা জানিয়ে আমার ইউনিয়ন পরিষদে ৩৩শ পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে চাউল বিতরণ কার্যক্রম শুরু করেছি। বিতরণ শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদ সচিব মো. শাহজাহান, ইউপি সদস্য বেলাল উদ্দিন, আনোয়ার সাদেক, নুরুল কবির, মহিলা সদস্য নুরজাহান প্রমুখ।

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার নিতে আসা শাহাবুদ্দিন বলেন, তিনি প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি হয়েছেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেছেন।

Exit mobile version