বাইশারীতে ৩৭ জন মসজিদের ঈমাম পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

fec-image

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ৩৭ জন মসজিদের ঈমাম পেল নগদ অর্থ সহায়তা।

বৃহস্পতিবার ৬ মে বিকাল সাড়ে ৫টায় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যদিয়ে নাইক্ষংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ ঈমামদের হাতে এসব নগদ অর্থ সহায়তা তুলে দেন।

এসময় তিনি আলেম উলামায়ে কেরামগনের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ইসলাম প্রিয় সরকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব প্রথম বাংলাদেশেে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা ইসলাম ও আলেম সমাজকে ভাল বেসে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপার হিসেবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন ও পার্বত্যচট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপির আন্তরিকতার কথা ও তুলে ধরেন।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানির সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. ইমরান, যুবলীগ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. রেজাউল, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. নুরুল আলম ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি তাহের মোর্শেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা প্রদান শেষে দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন