বাইশারীতে ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্তকেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হল উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের বাসিন্দা মৃত জয়নাল আবেদীনের পুত্র মো. ইউনুস ৪০।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনেস্পেক্টর লিয়াকত আলী জানান, গোপন সংবাদ পেয়ে এএসআই মো. শামীমের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ চকরিয়া উপজেলার তরুজ ঘাট এলাকা থেকে ১৪ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রয়েছে। যার মামলা নং ১ তারিখ ৪ /১২/২০০১ জি আর মামলা নং -১৬১/২০০১।
দীর্ঘদিন পলাতক থাকার কারণে আদালত তাকে ৩ বছর সাজা প্রদান করেন।
ঘটনাপ্রবাহ: গ্রেফতার, বাইশারীতে
Facebook Comment