parbattanews

বাইশারী ইউনিয়নে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বাইশারী প্রতিনিধি:

বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে হোপ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় পরিষদ হলরুমে চেয়ারম্যান মো. আলম কোম্পানীর তত্বাবধানে হোপ ফাউন্ডেশনের সার্বিক সহযোগীতায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এসময় সিএমও হোপ ফাউন্ডেশন ডা: মো. ইসমাইল বলেন, গত (২২ ফেব্রুয়ারি) পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি মহোদয় বান্দরবান জেলাকে প্রসবজনিত ও ফিস্টুলা মুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিতায় হোপ ফাউন্ডেশন ও বান্দরবান স্বাস্থ্য বিভাগের যৌতুক উদ্যোগে এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশন হসপিটলের ডা: ফারহানা, ডা: ইয়াছিন রাজু, ডা: মোহছেনা হক, ডা: আক্তার হোসেন প্রমুখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ২শ’ ৫০জন রোগীকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ফিস্টুলা জনিত দুই রোগীকে সেলাই মেশিন দিয়ে পুনর্বাসন করা হয়।

Exit mobile version