parbattanews

বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা

 

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে।

৯ আগস্ট বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম উপস্থিতির মাঝে বলেন, আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় পালনের পাশাপাশি আগামী দিনের প্রজন্মরা যেন সঠিক ইতিহাস জানতে পারে সে বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান।

পরিষদ সচিব আবু হানিফ রাজুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইশারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশ, শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হাকিম, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব কামাল হোছাইন, বাইশারী মডেল কেজি এন্ড গার্লস হাইস্কুলের অধ্যক্ষ মো. হাসান আলী, ইসলামিয়া বালিকা মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল আলম প্রমুখ।

এছাড়া প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান (১) মো. আনোয়ার, প্যানেল চেয়ারম্যান (২) সাবেকুন্নাহার, ইউপি সদস্য আবু তাহের, মো. নুরুল আজিম, আবুল হোসেন আবুসহ পরিষদ বর্গরা।

প্রস্তুতি সভায় বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় দিবসটি পালনের জন্য আহ্বান জানান।

Exit mobile version