বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরন অনুষ্ঠান সম্পন্নন হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ হলরুমে শুরু হওয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ ওমর ফারুক।
সহকারী শিক্ষক মো. মুমিনুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াত ও ত্রিপটক পাঠের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হরি কান্ত দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়াতে ইসলামির উপজেলা নায়েব আমির আলহাজ ইলিয়াছ সওদাগর, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের আহবায়ক আবদুল হামিদ,সহকারী শিক্ষক আবদুল লতিফ বাইশারী ইউনিয়ন বিএনপির সাধারন সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক আলী মিনহাজ প্রমুখ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম বান্ডু, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আবদুর রশিদ, অভিভাবক সদস্য অবঃ সার্জেন্ট নুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ নুরুল আমিন, কলেজের প্রভাষক মাহফুজা সুলতানা শিরিন প্রমুখ।
বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্ট এ খেলাধুলায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের পুরুস্কার বিতরন সহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় শিক্ষার্থীরা।