parbattanews

বাইশারী উচ্চ বিদ্যালয়কে ‘কলেজ’ অনুমোদন দেয়ায় আনন্দ র‌্যালি

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ‘কলেজ’ অনুমোদন লাভ করায় আনন্দ র‌্যালি করেছে এলাকার সুশিল সমাজ, পরিচালনা কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

বুধবার (১৬ মে) সকাল ১০টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ থেকে এক বিশাল আনন্দ র‌্যালি বের করে বাইশারী বাজার হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মিলিত হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় বাইশারী উচ্চ বিদ্যালয় আজ কলেজ অনুমোদন প্রাপ্ত হয়েছে। তাই এলাকার সুশিল সমাজ পার্বত্য প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বাইশারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওই আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল হাকিম, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হরি কান্ত দাশ, প্রবীন শিক্ষক জয়নাল আবেদীন, পরিচালনা কমিটির সদস্য আবু নছর, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ প্রমুখ।

এছাড়া এলাকার সুশিল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী-শিক্ষকসহ শত শত লোক আনন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

Exit mobile version