parbattanews

বাইশারী উচ্চ বিদ্যালয়ের অফিস ভবনে ফাটল : যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা

baishari Ucca biddalio

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জনবহুল এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বাইশারী উচ্চ বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে ছাত্র ছাত্রী।

পাহাড়ী বাঙ্গালী মিলে প্রায় ১২শ ছাত্রছাত্রী রয়েছে বলে জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহাব উদ্দীন। ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় অফিস কক্ষেও চলছে পাঠদান। তাছাড়া বর্তমানে ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে।

সোমবার সরজমিনে গিয়ে প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাশ ও পরিচালনা কমিটির সদস্য নূরুল আলম, ইয়াহিয়া চৌধুরীসহ অনেকের সাথে কথা বলে জানা যায়,ভবনের অভাবে ঝরাজীর্ণ ভবনে অফিসের কার্যক্রম, ছাত্রীদের কমন রুম ও শিক্ষক-শিক্ষিকাদের বসার ব্যবস্থা করা হয়েছে। এতে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি রেজুলেশনের মাধ্যমে অচিরেই  ঊর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

Exit mobile version