‘বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়’


চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান বলেন, জনগণ হলো সকল ক্ষমতার উৎস। তাই জনগণ সকল তথ্য জানা ও পাওয়ার অধিকার রাখে। কিছু কিছু তথ্য আছে যা রাষ্ট্র বা প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য দেয়া যায় না। তথ্য জানার অধিকার নিশ্চিত হলে জনগণের চিন্তা বিবেক ও বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০) বেলা ১২ টায় রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী”তে জণগণের নিকট প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের জন্য অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন – ২০০৯ ও শুদ্ধাচার কৌশল বিষয়ক অংশীজনের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কর্যালয়ের আয়োজনে এবং কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন এর সঞ্চালনায় তথ্য অধিকার নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস।