বাঘাইছড়িতে ইউপিডিএফের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ চলছে


অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের দাবিতে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের একদিন আগে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ।
শনিবার (৮ জুন) সকাল থেকে বাঘাইছড়ির বাঘাইহাট এলাকাসহ বিভিন্ন সকলে অবস্থান নিয়েছে পিকেটিং দলীয় সমর্থকরা।
ইউপিডিএফ (প্রসীত) গ্রুপ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের অলিভ চাকমা ও নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমার এজেন্ট ও এলাকার সাধারণ ভোটারদের হুমকি, ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ ও ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে বাঘাইছড়ির মাচালং নির্বাচন পরিচালনা কমিটি এই অবরোধের ডাক দেয়।
ইউপিডিএফ (প্রসীত) দলের বাঘাইহাট ইউনিট অবরোধে পূর্ণ সমর্থন জানিয়ে শুক্রবার (৭ জুন) রাতে সংগঠনটির পক্ষ থেকে ইউপিডিএফ প্রসীত গ্রুপের রাঙামাটি ইউনিটের প্রধান সংগঠক সচল চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এদিকে, নির্বাচনের এক দিন আগে ইউপিডিএফ (প্রসীত) দলের এমন কর্মসূচির বিপরীতে বাঘাইছড়ি উপজেলার ভোটারদের মাঝে তীব্র ক্ষোভ-উদ্বেগের সৃষ্টি হয়েছে। পাল্টা পাল্টি অভিযোগ ও সশস্ত্র দলের আনাগোনার কারণে নির্বাচনকে ঘিরে ক্রমেই সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এবারের নির্বাচনে জাতীয় রাজনৈতিক দলের কোন প্রার্থী না থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ প্রসীত ও জেএসএস সন্তু দলের সমর্থন আনারস প্রতিকের অলিভ চাকমা ও জেএসএস সংস্কার দলের ঘোড়া প্রতীকের সুদর্শন চাকমা।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা তৈরি হচ্ছে। গত ২০১৯ সালে পঞ্চম ধাপের নির্বাচনে সাজেকের ভোট কেন্দ্র থেকে মালামাল নিয়ে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে ৯ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তাই নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। তবে দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তাগণ তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা করছেন।
বাঘাইছড়ি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটগ্রহণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে শেষ করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোথাও কোন ধরনের অনিয়ম হলে ভোট কেন্দ্র বন্ধ করে দেয়া হবে।
এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টারে এখনো সাজেকের ৩টি কেন্দ্র সিয়ালদাহ লুই, তুইসুই ও বেটলিং ভোটকেন্দ্রে মালামাল ও কর্মকর্তাদের পাঠানো যায়নি। ফলে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ হবে কিনা তা নিয়েও আশঙ্কা রয়েছে।