বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে তিন ইটভাটা বন্ধ

রাঙামাটির বাঘাইছড়িতে তিন ইটভাটায় অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এসময় এমএমসি, কেবিএম ও ফাইভ স্টার ইটভাটা বন্ধ ঘোষণা করার পাশাপাশি তিন ইটভাটা মালিককে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় পানির সাহায্যে কয়েক হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, মহামান্য হাইকোর্ট এর নির্দেশনা মোতাবেক এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
Facebook Comment