parbattanews

বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে টুর্নামেন্ট

বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্যানেল মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর চূড়ান্ত প্রতিযোগিতা ও যৌথ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গরবার(১৪ মার্চ) সন্ধ্যায় মডেল টাউনের লোকনাথ মন্দির মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে মেয়র মোহাম্মদ জমির হোসেন জমিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট এর উপর বিশেষ গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার রুমানা আক্তার।

এ সময় বিশেষ অতিথিরা ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দূল কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, থানার ওসি তদন্ত তমাস বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার, আ. হালিম, নূরুল ইসলাম, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর কাউন্সিলর আমেনা বেগম, জান্নাতুল ইসলাম, জয়নাল আবেদিন বুলু, রুবেল চাকমা ও ইউছুপ নবীসহ বিশিষ্ট জনেরা।

টুর্নামেন্টের উদ্যোক্তা প্যানেল মেয়র ত্রিদিব দাশ ও সাংবাদিক দীলিপ কুমার দাশের পক্ষে কাচালং নবীন সঙ্গ, মডেল টাউন একাদশ ও জগৎ এন্ড ব্রাদার্স ফাউন্ডেশন আয়োজিত প্যানেল মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এককে পঞ্চম কর্মকার, দ্বৈতে তীর্থ-সুমন।

রানার্স আপ হয়েছেন এককে মণির, দ্বৈতে আনিস-আদিল। বীর মুক্তিযোদ্ধা ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বৈতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোলেমান -মিজান ও রানার্সআপ হয়েছে পঞ্চম -মাসুদ।

উভয় টুর্নামেন্টের দ্বৈত ও এককে মোট ৬৮ টি দল অংশগ্রহণ করেছে।

Exit mobile version