বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাঘাইছড়ির উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এই বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী শাপলা চত্বর হয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ এর সামনে অবস্থান নেয়।

এসময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন ব্যাবসায়ী আজগর আলী, সাংবাদিক ইমরান হোসেন জুমান।

বক্তারা দাবি করেন বাঘাইছড়িতে কারণে অকারণে দীর্ঘসময় বিদ্যুৎ বন্ধ করে লোডশেডিং দেয়া হয়। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছায় এতে ফ্রিজে রাখা মাছ মাংসসহ মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে যায়। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত করে। বিদ্যুতের ভোগান্তির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে রাস্তায় নামে। অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ এর সমস্যা সমাধান করা না হলে আগামীতে বিদ্যুৎ অফিস ঘেরাও করাসহ কঠিন কর্মসূচি দেয়ার ঘোষণা দেয়া হয়।

এবিষয়ে বাঘাইছড়ি বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রোকৌশলী শুগত চাকমা বলেন, এখন বর্ষা মৌসুম ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের ফলে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। ফলে সমস্যা সমাধান করে সংযোগ স্থাপন করতে কিছুটা সময় লাগে। ঝড়বৃষ্টি কেটে গেলেই এই সমস্যা কেটে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন