parbattanews

বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড অফিস আগুনে পুড়ে ছাই

রাঙ্গামাটি জেলা বাঘাইছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সামাজিক টেকসই উন্নয়ন প্রকল্প অফিসে বুধবার (১৪ এপ্রিল) দুপুর ১২.৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে।

এতে সামাজিক টেকসই উন্নয়ন অফিস পুরোটাই আগুনে পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণের জন্য সাধারণ জনগণ এগিয়ে আসলেও পানির অভাবে তা নেভানোর সম্ভব হয়নি। এতে প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই আগুনের সূত্রপাত বিদ্যুৎ শটসার্কিট থেকে হয়েছে।

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিসের জন্য জায়গা হুকুম দখল করা হলেও দীর্ঘ বছর ধরে ফায়ার সার্ভিস স্থাপনের উদ্যোগ নেয়নি প্রশাসন। এতে করে রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে প্রতিনিয়ত বিভিন্ন স্থানে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিস না থাকার কারণে সাধারণ জনগণসহ মানুষের জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। চলতি মাসে তিনটি স্থানে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।

Exit mobile version