বাঘাইছড়িতে বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা তৈরি


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি রিজার্ভ ফরেস্ট এলাকায় ইউপিডিএফ-এর সহযোগিতায় সাজেক কলেজ-এর নামে স্থাপনা তৈরি করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত মার্চ এর শুরু থেকে টিনসেড বিল্ডিং-এর কাজ শুরু করে। পরে বিষয়টি বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের নজরে আসলে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পক্ষ থেকে কাজ বন্ধ করতে নোটিশ জারি করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে এটি সরকারের সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত বনভূমিতে সরকারের অনুমতি ব্যতীত যে কোনো স্থাপনা তৈরি আইনত দণ্ডনীয় অপরাধ। এ স্থানে যে কোন ধরনের স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে অনুরোধ করা হলো ।
এর পর থেকে কিছুদিন নির্মাণকাজ সাময়িক বন্ধ থাকারপর আবাও আজ দুপুর থেকে কলেজের কার্জক্রম আবার শুরু করে। স্থানীয় সুত্র বিষয়টি নিশ্চিত করে জানায় পালাক্রমে বহুলোক জড়ো করে ভবন তৈরির কাজ শুরু করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সাজেকের এক গ্রামবাসী জানান এখানে কলেজ এর নামে সরকারি জমি দখল করে মুলত পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর আস্তানা তৈরির পায়তারা চলছে।
এখানে কলেজ তৈরি হলে ইউপিডিএফ এটি কে তাদের আতুর ঘরে রুপ দিবে। এখানে সংগঠিত হয়ে ইউপিডিএফের সাংগঠনিক কাজে পরিচালিত হবে। তাই আমরা সাজকবাসী এটার প্রত্যাহারের দাবী করছি। এ বিষয়ে সাজেক ইউনিয়নের বন বিভাগের বক্তব্য জানতে একাদিক বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।