রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি অভিযানে প্রশিক্ষণ টিলা মারিশ্যা জোনের আওতাধীন চেকপোস্টে তিনশত পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক আটক। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে প্রশিক্ষণ টিলা ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. আজিজুল হক এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় মারিশ্যা দিঘিনালা সড়কে একটি ডিসকাভার মোটরসাইকেলে আসা দুই যুবক মো. জমির হোসেন (২৬) ও মো. রিয়াদ (২৩) এর দেহ তল্লাশি করে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে। জানা যায় আটককৃত জমির হোসেন পিতা আবুল কাসেম ও মো. রিয়াদ পিতা দুলাল মিয়া উভয়ের বাসা প্রশিক্ষণ টিলা চারকিলো নামক স্থানে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৩০০ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১ টি ডিসকাভার মোটরসাইকেল, একটি মোবাইল ফোন জব্দ করে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, আটক জমির হোসেন এর আগেও ইয়াবাসহ বেশ কয়েকবার আটক হয়ে জেলহাজতে যায়। বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানার পুলিশ সবসময়ই জিরো টলারেন্স। তাই মাদকের বিষয়ে কোনো আপস নেই। মাদকের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮ মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
Notice: Trying to access array offset on value of type bool in /home/parbatta/public_html/wp-content/themes/artheme/ar_framework/functions_custom.php on line 255