parbattanews

বাঘাইছড়িতে অবাধে চলছে মা মাছ শিকার

বাঘাইছড়ি উপজেলায় কাচালং নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত স্থানীয় মাছ শিকারিরা অবাধে ডিমওয়ালা মা মাছ শিকার করছেন। শনিবার (৩ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় মাছ শিকার করতে দেখা গেছে।

যেসব এলাকায় মাছ শিকার করা হচ্ছে সেগুলো হলো- উপজেলার ডিপুর মূখ খাল, মাহিল্ল্যা, উলুছড়ি, পশ্চিম লাইল্যাঘোনা, বটতলী, মাদ্রাসা পাড়া, পুরাতন মারশ্যিা, বারবিন্দু ঘাট, করেঙ্গাতলী এলাকায়।

বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার মাছ শিকারিরা নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে কাচালং নদীতে ঝাঁকে ঝাঁকে মা মাছ শিকার করছেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহন না করায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ জানিয়েছেন।

বাঘাইছড়ি উপজেলার নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি করতে সরকার আগামী তিনমাস পর্যন্ত মাছ শিকার বন্ধ রেখেছে। এছাড়াও সরকার জেলেদের বন্ধকালীন সময়ে সহায়তা অব্যাহত রেখেছেন। কিন্তু এভাবে অবাধে মাছ শিকার সত্যি দুঃখজনক। তাদের বিরুদ্ধে অভিযান সহ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ।

Exit mobile version