parbattanews

বাঘাইছড়িতে ইউপি মেম্বার হত্যা: ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিক জেএসএস) এর বাঘাইছড়ি থানা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে হত্যার ঘটনায় তদন্ত ও ঘটনাস্থ পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদাচ্ছের আলী।

গত ২৪ শে ফেব্রুয়ারি উপজেলা পরিষদে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নুরুন্নবী কক্ষে সশস্ত্র সন্ত্রাসীরা ইউপি মেম্বারকে গুলি করে হত্যা করে।

শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থেকে ঘটনার প্রত্যক্ষদর্শী নুরুন্নবী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করেন।

পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বাঘাইছড়ি, আজিজুর রহমান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাঘাইছড়ি,  আবুল কাইয়ুম ভাইস চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ,  জাফর আলি খান মেয়র বাঘাইছড়ি পৌরসভা,  দিলীপ কুমার দাস সভাপতি বাঘাইছড়ি প্রেসক্লাব,  গিয়াস উদ্দিন আল মামুন সাধারণ সম্পাদক বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেনG

Exit mobile version