parbattanews

বাঘাইছড়িতে ইয়াবা নিয়ে আসার পথে পৌরসভার গাড়িসহ আটক

বাঘাইছড়ি পৌরসভার গাড়িতে করে বিপুল পরিমান ইয়াবার চালান নিয়ে আসার পথে চট্টগ্রামের পটিয়া পৌরসভার গাড়িসহ দুইজনকে আটক হয়।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় চট্টগ্রাম পটিয়ার র‌্যাব-৭ এর একটি ইউনিট গাড়ীটি সন্দেহ হলে গাড়ীটি তল্লাশি করে ১০৭০০ পিচ ইয়াবাসহ হাতে নাতে গাড়িসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন খাজা আহম্মদ আহম্মদ (৪৫), তার বাড়ি বাঘাইছড়ি পৌরসভা মাদ্রাসা পাড়া এলাকায় ৪নং ওয়ার্ডে, মো রফিক আলী (৩৫), পিতা জাহেদ আলী, বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকায় ৫নং ওয়ার্ডে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কয়েকবার ইয়াবার চালান নিয়ে বাঘাইছড়িতে বিক্রি করছে বলে স্বীকার করেছে। বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খানের সাথে গাড়ির বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ৫ ফেব্রুয়ারি ৫নং ওয়ার্ড কাউন্সিল শহিদুল ইসলাম মিঠুকে মাসে দশ হাজার টাকা ভাড়াসহ পৌর এলাকার ময়লা আবর্জনা ফেলতে হবে এবং পৌর এলাকার বাহিরে গাড়ি নেওয়া যাবে না মর্মে একটি চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু সে চুক্তিভঙ্গ করে গাড়ি বাহিরে নিয়ে গেছে। এবিষয়ে তিনি থানায় একটি জিডি করবেন বলে জানিয়েছেন।

Exit mobile version