parbattanews

বাঘাইছড়িতে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে ) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্সন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খানসহ বিভিন্ন দপ্তরের প্রসাশনিক কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্সন চাকমা বলেন, আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক, আমাদের সকল কাজ জনগণের নিকট দায়বদ্ধ, তাই সকলের উচিত জনগণের সেবক হয়ে কাজ করা। উপজেলা পরিষদ আইনের কিছু দুর্বলতার কারণে পরিষদের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়ম দুর্নীতির অভিযোগ থাকলেও যথাযথ ব্যবস্থা নিতে পারিনা। তাই সকলকে অনুরোধ করবো উপজেলা পরিষদের নিকট হস্তান্তরকৃত দপ্তরের কাজগুলো একটু বাড়তি সতর্কতার সাথে করার জন্য, যাতে জনগণের নিকট দায়বদ্ধতাটা আমাদের ঠিক থাকে। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের মাসিক কর্মপরিধি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন দীর্ঘ ১ বছর ৮ মাস আপনাদের সাথে ছিলাম। রাতদিন ২৪ ঘন্টা কাজ করেছি, আপনাদের সেবা দেয়ার চেষ্টা করেছি। ভুলত্রুটি থাকতে পারে, সব সময় সবার অনুরোধ রাখতে পারিনি। সময় হয়েছে চলে যাওয়ার। হয়তো আগামী সাপ্তাহে চলে যাবো। আপনারা নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাবেন, আমাকে যেভাবে সহায়তা করেছেন তাকেও করবেন। আমাদের দেশটা ছোট, হয়তো আবার অন্য কোন কর্মস্থলে আপনাদের সাথে দেখা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

মাসিক সভা শেষে ইউপি চেয়ারম্যানদের নিয়ে ১৫ জন থেকে ২১ জুন পর্যন্ত চলা জনশুমারী গৃহ গণনা জরিপ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন।

 

Exit mobile version