parbattanews

বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত যুবকের রিপোর্ট নেগেটিভ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া যুবক ইমাম উদ্দিন(১৮) এর রিপোর্ট নেগেটিভ এসেছে।
মঙ্গলবার(২১ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখার আহম্মদ।
তিনি বলেন গত ১৭ এপ্রিল ভোরে জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ইমাম উদ্দিন চট্টগ্রাম হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রাম’র “বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস” (বিআইটিআইডি) পাঠানো হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। সেখানে করোনা নেগেটিভ আসে।
প্রসঙ্গত, ইমাম উদ্দিন স্বাশ কষ্ট, গলাব্যথা, জ্বর নিয়ে ১৫ই এপ্রিল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এসময় তার শরীরে করোনা উপসর্গ পরিলক্ষিত হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন কর্তব্যরত চিকিৎসক। পরেরদিন ১৬ই এপ্রিল ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে রাতেই মুমূর্ষ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। শুক্রবার ভোররাতে চট্টগ্রাম নেওয়ার পথে যুবকের মৃত্যু হয়।
Exit mobile version