parbattanews

বাঘাইছড়িতে চাঁদা আদায়ের সময় ইউপিডিএফ এর সদস্য আটক

image-53e7b8cb215cb6e21430bb7006013c6bc446c42d84c142aa8b10d2b43a9b3ae6-V

নিজস্ব প্রতিনিধি:

বাঘাইছড়িতে চাঁদা আদায়ের সময় নগদ ৬হাজার ৪শত ৪৯টাকা ও রশিদ বইসহ ননাধন চাকমা ওরফে দড়ি চাকমা (৩৩) নামে এক ইউপিডিএফ এর সদস্যকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। আটককৃতের পিতার নাম সুভ মঙ্গল চাকমা, বাড়ি সাজেকের উত্তর বাঙ্গালতলী এলাকায়।

শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি এলাকার করেঙ্গাতলি বাজারে নিরাপত্তাবাহিনীর একটি টহল দল অভিযান চালায়। এ সময় চাঁদার রশিদসহ তাকে গ্রেফতার করে।

আটকৃত ননাধন চাকমা ওরফে দড়ি চাকমা স্থানীয় বিমল চাকামার অধিনে ২০১৫ সাল থেকে চাঁদা আদায় করে আসছে। সে পার্বত্য এলাকার স্থানীয় সংগঠন ইউপিডিএফ এর গোপন অস্ত্র সস্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, আটক  ননাধন চাকমা ওরফে দড়ি চাকমা সাজেকে গাড়ি পোড়ানো মামলার অন্যতম আসামি বলে জানা গেছে।

Exit mobile version