parbattanews

বাঘাইছড়িতে চার মণ্ডপে দূর্গা উৎসব

বাঘাইছড়ি উপজেলার হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজা। ৪ অক্টোবর (শুক্রবার) থেকে  উৎসব মুখর পরিবেশে চার মন্ডপে শুরু হয়েছে এই উৎসব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাক্ষনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সরে জমিনে ঘুরে দেখা যায় বাঘাইছড়ি শ্রী শ্রী রক্ষা কালি মন্দির,  দুরছড়ি এলাকার শ্রী শ্রী জগন্নাথ কালি মন্দির, করেঙ্গাতলী এলার শ্রী শ্রী হরি মন্দির,  মাচালং এলাকার শ্রী শ্রী হরি মন্দিরে চলছে দূর্গা উৎসবের আমেজ। এই উৎসবের সমাপ্তি হবে দশমীর দিন মঙ্গল বার সন্ধ্য পাঁচ ঘটিকায়।

বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষা কালি মন্দির সভাপতি ফাল্গুন চক্রবর্ত্তী  সাথে যোগযোগ করা হলে তিনি বলেন, প্রতি বছরের মত এবারও চারটি মণ্ডপে সুন্দর পরিবেশে  দূর্গা উৎসব শুরু হয়েছে।  নিরপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং উপজেলা প্রশাসন ও পরিদর্শন করেছেন।

Exit mobile version