parbattanews

বাঘাইছড়িতে চার মন্ডপে দুর্গা উৎসব

বাঘাইছড়ি উপজেলার হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ।  বৃৃৃহস্পতিবার থেকে উৎসব মুখর পরিবেশে চার মন্ডপে শুরু হয়েছে এই উৎসবের আমেজ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বাঘাইছড়ি পৌরসভায় শ্রী শ্রী রক্ষা কালি মন্দির, খেদারমারা ইউনিয়নের দুরছড়ি এলাকার শ্রী শ্রী জগন্নাথ কালি মন্দির। বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় শ্রী শ্রী হরি মন্দির, সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় শ্রী শ্রী হরি মন্দিরে চলছে শারদীয় দুর্গা উৎসবের আমেজ। এই উৎসবের আমেজ সমাপ্তি হবে দশমির দিন সোমবার সন্ধ্য পাঁচটায়।

বাঘাইছড়ি উপজেলার শ্রী শ্রী রক্ষা কালি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সানিদেব  বলেন, প্রতি বছরের মত এবারও চারটি মন্ডপে সুন্দর পরিবেশে দুর্গা উৎসব শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং উপজেলা প্রশাসন থেকে সার্বক্ষনিক মনিটরিংকরা হচ্ছে আনসার ভিডিপিও মোতায়েন রয়েছে। এবার আমরা করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে পূজা উদযাপন করছি।

Exit mobile version