বাঘাইছড়িতে ছাত্র নেতা হত্যার ঘটনায় খাগড়াছড়িতে বিক্ষোভ


রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রতিপক্ষের গুলিতে পাহাড়ি ছাত্র পরিষদের (এমএন লারমা গ্রুপ) কাচালং কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রতন চাকমা(২২) নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে জেএসএস এমএন লারমা গ্রুপ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের মহাজন পাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি শাখার কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রত্যয় চাকমা, রাঙ্গামাটি জেলা কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক সুমেধ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক দীপন চাকমা, খাগড়াছড়ি শাখার সভাপতি তন্ময় চাকমা, ছাত্রনেতা প্রদীপন চাকমা, সুমেধ চাকমা, প্রতিম চাকমা, প্রত্যয় চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা এ হত্যাকান্ডের সন্তু লারমাকে দায়ী করে বলেন, তারা হত্যার মিশনে নেমেছে। তার সন্ত্রাসী বাহিনী দিয়ে একের পর এক পাহাড়ে হত্যা চালিয়ে যাচ্ছে। রতন চাকমা হত্যার ঘটনার সাথেও সন্তু লারমা জড়িত বলে অভিযোগ করে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।